চট্টগ্রাম বিভাগের মূসক আদায়ের সদর দপ্তর। এ দপ্তরের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক টার্নওভার ট্যাক্স, কূটির শিল্প ও আবগারী শুল্ক আদায় করে থাকে। চট্টগ্রামের প্রশাসনিক বিভাগ, উত্তরে মীরসরাই থেকে দক্ষিণে সেন্টমার্টিন এবং পূর্বে রাঙ্গুনিয়া থেকে পশ্চিমে পতেঙ্গা, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলাসমূহের সমন্বয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম গঠিত। এ কমিশনারেট এর অধীনে ০৮ টি বিভাগ ও ২৪টি সার্কেল রয়েছে। টেকনাফ শুল্ক স্টেশন, চট্টগ্রাম মৎস্য হারবার শুল্ক স্টেশন, অলিনগর শুল্ক স্টেশন, সোনাইছড়ি শুল্ক স্টেশন, টেগামুখ শুল্ক স্টেশন, মাতামুহুরী শুল্ক স্টেশন এ কমিশনারেটের অধিক্ষেত্রাধীন উল্লেখযোগ্য শুল্ক স্টেশন । এছাড়াও এ কমিশনারেটের অধিক্ষেত্রে রয়েছে বালুখালী চেকপোস্ট ও শুল্ক গুদাম, হ্নীলা শুল্ক গুদাম এবং শাহপরীর দ্বীপ শুল্ক করিডোর ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস